জাতীয় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সরাইল অফিসার্স ক্লাবের পক্ষথেকে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা’কে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষথেকে সংবর্ধনা জানানো হয়।
গতকাল সন্ধ্যায় ৮টা সময় উপজেলা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবদুর রহমান-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সরাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপক কুমার সাহা-ভারপ্রাপ্ত কর্মকর্তা, সরাইল থানা। বিশেষ অতিথি সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহধর্মিনী-রুনা সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। সরাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই সরাইল উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে আসছেন তিনি। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে পরিদর্শন, এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় সভা, মিড ডে মিল উপকরণ হিসেবে টিফিনবক্স, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ হিসেবে (খাতা,কলম, জ্যামিতি বক্স) বিতরণ, খেলাধূলা সামগ্রী বিতরণ করেছেন তিনি। ফলে শিক্ষার্থীরা হয়েছে বিদ্যালয়মূখী। ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বপ্রথম সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেছেন তিনি। বর্তমানে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে সফটওয়্যারের মাধ্যমে ই-মনিটরিং কার্যক্রম শুরু করেছেন। এই সকল উদ্যোগ গ্রহণ করে হয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নির্বাচিত।
গত ২৯শে জানুয়ারি ঢাকাস্হ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠত্ব পদক গ্রহণ করেন তিনি। তাহার এই কৃতিত্বকে সরাইলবাসী আজীবন মনে রাখবেন বলে অনেকেই মতামত ব্যক্ত করেন। সেই সাথে বক্তারা তাহার ভবিষ্যৎ কর্মজীবন সাফল্যের সাথে উচ্চপদস্থ স্থান লাভ করেন এবং দীর্ঘায়ু কামনা করেন।