শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন!

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের স্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

ইয়েমেন সেনাবাহিনী এক বিবৃতিতে রিয়াদে প্রথমবারের মতো ওই হামলা চালানো হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইয়েমেন নিউজ অ্যাজেন্সি জানিয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, রাজধানী রিয়াদের পশ্চিমে সৌদি সেনাবাহিনীর ঘাঁটিতে গিয়ে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাদের দেশের সৌদি হামলার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র রিয়াদে আঘাত হানতে সক্ষম। সৌদি কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও স্থানীয়রা টুইটারে বলেছেন, রিয়াদের কাছের আল-মাজাহিমিয়াহ শহরের পশ্চিমের সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

এর আগে ইয়েমেনের সাবেক সরকারকে ক্ষমতায় বসাতে ও হুথি বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ২০১৫ সালের মার্চে দেশটিতে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে সৌদি হামলায় এখন পর্যন্ত ১১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে বলে দাবি করছে দেশটির বিভিন্ন মানবাধিকার গ্রুপ।