কোমরে হালকা ব্যথা আছে : মুস্তাফিজ
---
স্পোর্টস ডেস্ক :পুরোপুরি ফিট না থাকায় মুস্তাফিজকে ভারত সফরে নেওয়া হয়নি। তবে মুস্তাফিজ বসে নেই। নিজের ফর্ম ও প্রস্তুতির জন্য খেলছেন প্রথম শ্রেণির ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশের ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে খেলছেন কাটার মাস্টার।
আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে বল হাতে প্রথম ইনিংসে ৯ ওভার ও দ্বিতীয় ইনিংসে ৪ ওভার বল করেছেন। উইকেট নিয়েছেন ২টি। দিনশেষে মুস্তাফিজ সাংবাদিকদের জানান তার কোমরে এখনো হালকা ব্যথা আছে। তবে দ্রুতই সেটা সেরে যাবে বলে জানিয়েছেন কাটার মাস্টার।
বোলিং করতে সমস্যা হচ্ছে কি না, জানতে চাইলে মুস্তাফিজ বলেন, ‘বোলিংয়ের সময় কোনো সমস্যা হয়নি। তবে, কোমরে হালকা ব্যথা আছে। সেটি নিশ্চয়ই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’
অনেক দিন পর লংগার ভার্সন ক্রিকেট খেলছেন মুস্তাফিজ। এ বিষয়ে তিনি বলেন , ‘আমি আসলে প্রাইম ব্যাংকের জার্সি গায়ে সব টুর্নামেন্টই খুব এনজয় করি। বিসিএল আমি খেলতে চেয়েছিলাম নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য। দ্বিতীয় দিনে বল করলাম। ভালো লেগেছে। সিলেটের উইকেটও পেসারদের জন্য বাড়তি সুবিধা দেয়। পরের দিন যতো দ্রুত সম্ভব প্রাইম ব্যাংক সাউথ জোনের বড় জয় নিশ্চিত করতে চাই।’