আগস্টে বউ সাজবেন পরীমণি
---
বিনোদন প্রতিবেদক : একটি মেয়ের জীবনে ‘বউ সাজা’ বিষয়টি সত্যিই এক অন্যরকম আনন্দদায়ক অনুভূতি। চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিও এ আনন্দ থেকে দূরে থাকবেন কেন? তাই সবকিছু ঠিক থাকলে আগস্ট বা সেপ্টেম্বরে বউ সাজবেন হালের আলোচিত এই লাস্যময়ী। তবে বাস্তব জীবনে নয় পর্দায়।
সম্প্রতি মুক্তি পায় ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। এতে অভিনয় করেন পরীমণি ও বাপ্পী। এবার পরবর্তী ছবি তৈরির পরিকল্পনা এঁটেছেন এই গুণী পরিচালক। ইতোমধ্যে কাহিনী ও চিত্রনাট্য বিন্যাসের কাজ শুরু করেছেন তিনি। আর নাম দিয়েছেন ‘বউ’।
ওয়াকিল আহমেদ বলেন, ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি বেশ ভালোই গ্রহণ করেছেন দর্শকরা। এরই ধারাবাহিকতায় আরও একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছি। ‘বউ’ শিরোনামে এ ছবিতে পরীমণিকেই নেয়া হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে তার সাথে এ বিষয়ে কথাও বলেছি। সব কিছু ঠিক থাকলে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে কাজ শুরু করতে পারব বলে আশা রাখি। এর মধ্যে চিত্রনাট্য, কাহিনী ও ফিন্যান্সিয়াল সাপোর্টের দিকটাও এগিয়ে রাখতে হবে। তাই একটু গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।