আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২৬১টি মামলার প্রায় ৮০ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাদক তিতাস নদীর করুলিয়া খালের পাড়ে ধ্বংস করা হয়েছে।
Loading...
ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা ৯৩৬২ পিছ, ফেনসিডিল ১০০৫ বোতল, স্কফ সিরাজ ৩৬৯ বোতল, গাঁজা ৪৮০ কেজি, বিদেশী মদ ১৭১৪ বোতল, চোলাই মদ ৩৯৫ লিটার। ধ্বংসকৃত আলামতের মূল্য ৮০ লক্ষ ৩ হাজার ৮শত টাকা।
মাদক ধ্বংসকালে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির কামাল, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরাফ উদ্দিন আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিক গণ।