৬ই ডিসেম্বর, ২০১৬ ইং, মঙ্গলবার ২২শে অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী মিয়ানমারে উগ্রপন্থী বৌদ্ধদের বিক্ষোভের মুখে কফি আনান
পরবর্তী সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চে আগুন, ২৭জন উদ্ধার


প্রাণ-আরএফএল গ্রুপের নতুন চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী


Amaderbrahmanbaria.com : - ০২.১২.২০১৬

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন আহসান খান চৌধুরী। সম্প্রতি গ্রুপের পরিচালনা পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নিযুক্ত করা হয়। এর আগে আহসান খান চৌধুরী প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর (অব.) ছেলে আহসান খান চৌধুরী ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করেন। ৪৬ বছর বয়সী আহসান খান চৌধুরী দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক।
উল্লেখ্য, ১৯৮১ সালে প্রাণ-আরএফএল গ্রুপ যাত্রা শুরু করে। তখন থেকেই গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)। ২০১৫ সালের ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। অপরদিকে গ্রুপের সাবেক চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ (অব.) ২০১৬ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।

Loading...

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close