খুলনা প্রতিনিধি : খুলনার আলোচিত সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৯ জন হলেন, আকরাম হোসেন হাওলাদার ওরফে আকরাম হাওলাদার ওরফে বোমারু হাওলাদার, আলী আকবর শিকদার ওরফে শাওন, নুরুজ্জামান, মিঠুন, সুমন, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেল্লাল ওরফে বুলবুল, সাকা ওরফে সাকাওয়াত হোসেন ও সরোয়ার হোসেন ওরফে সরো। খালাসপ্রাপ্ত ২ জন হলেন, হাই ইসলাম ও কচি ওরফে ওমর ফারুক। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট এনামুল হক।
উল্লেখ্য, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান, বিবিসি বাংলা বিভাগের কন্ট্রিবিউটর ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুর রোডে (বর্তমানে মানিক সাহা সড়ক) প্রবেশের মুখে দুষ্কৃতকারীদের বোমা হামলায় মারা যায়।