৪ঠা ডিসেম্বর, ২০১৬ ইং, রবিবার ২০শে অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯জনের যাবজ্জীবন


সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯জনের যাবজ্জীবন


Amaderbrahmanbaria.com : - ৩০.১১.২০১৬

খুলনা প্রতিনিধি : খুলনার আলোচিত সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৯ জন হলেন, আকরাম হোসেন হাওলাদার ওরফে আকরাম হাওলাদার ওরফে বোমারু হাওলাদার, আলী আকবর শিকদার ওরফে শাওন, নুরুজ্জামান, মিঠুন, সুমন, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেল্লাল ওরফে বুলবুল, সাকা ওরফে সাকাওয়াত হোসেন ও সরোয়ার হোসেন ওরফে সরো। খালাসপ্রাপ্ত ২ জন হলেন, হাই ইসলাম ও কচি ওরফে ওমর ফারুক। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট এনামুল হক।

Loading...

উল্লেখ্য, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান, বিবিসি বাংলা বিভাগের কন্ট্রিবিউটর ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুর রোডে (বর্তমানে মানিক সাহা সড়ক) প্রবেশের মুখে দুষ্কৃতকারীদের বোমা হামলায় মারা যায়।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close