নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কৃষি পণ্যের সহজ বাজারজাতকরণ ও ব্যয় সাশ্রয়ে এই অঞ্চলের ৪শ’ কিলোমিটার গ্রামীণ সড়কের নির্মাণ কাজ শুরু করেছে।
‘গ্রামীণ যোগাযোগ উন্নয়নের মাধ্যমে কৃষি পণ্যের বাজারজাতকরণ’ নামক প্রকল্পটি ৩১৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে বরেন্দ্রাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটর এবং পাবনা জেলার ৪০টি উপজেলার প্রত্যন্ত এলাকায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় ৭২৪ কিলোমিটার গ্রামীণ সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি ৩১০টি সেতু ও ৯০টি কালভার্ট নির্মাণ করা হবে।
সোমবার বিকেলে বিএমডিএর চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী জেলার পুঠিয়া উপজেলায় নির্মিত প্রকল্পের কিছু অংশের উদ্বোধনকালে তিনি এই কথা জানান।
বিএমডিএর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের অংশ উদ্বোধন করেন আবদুল ওয়াদুদ (এমপি)। এ সময় প্রকল্প পরিচালক ড. আবুল কাশেম, নির্বাহী প্রকৌশলী শরিফুল হক এবং সহকারী প্রকৌশলী সেলিম রেজা বক্তব্য রাখেন।
ড. আকরাম চৌধুরী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে আমরা ভূপৃষ্ঠের পানি ব্যবহারে সেচ কার্যক্রম গ্রহণ করেছি।
উৎপাদন ব্যয় হ্রাস, কৃষিপণ্যের সরবরাহে সুবিধাসহ উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন ইতি মধ্যে শুরু হওয়ায় প্রকল্প এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে এটি ব্যাপকাভাবে অবদান রাখছে।
কার্বন নিঃসরণ সহনীয় পর্যায়ে রাখতে ইতিমধ্যে সংস্কারকৃত সড়কের পাশে গাছের চারা লাগানো কার্যক্রম সফলভাবে চলছে।