১৯শে অক্টোবর, ২০১৬ ইং, বুধবার ৪ঠা কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » বাংলাদেশ ইংল্যান্ডের অঘোষিত ফাইনাল (দেখুন সরাসরি)


বাংলাদেশ ইংল্যান্ডের অঘোষিত ফাইনাল (দেখুন সরাসরি)


Amaderbrahmanbaria.com : - ১২.১০.২০১৬

টসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে অঘোষিত ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির কারণে আউটফিল্ডও বেশ ধীর। ব্যাটিংয়ের জন্য তেমন উপযোগী পরিবেশ নয়। এরপরও সতর্কতার সঙ্গে শুভ সূচনা করেছে ওপেনিংয়ে নামা তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
সর্বশেষ খবর অনুযায়ী, ১৩ ওভার শেষে মাশরাফির দলের স্কোর বিনা উইকেটে ৪০ রান। তামিম ইকবাল ২৩ ও ইমরুল কায়েস ৩২ রান নিয়ে ব্যাট করছেন।
মাশরাফির টস ভাগ্য আবারও হতাশ করল। টানা তিনটি টস হারলেন তিনি। নির্ধারিত সময়ের ১০ মিনিট পর অনুষ্ঠিত টসে জিতে বোলিং নিতে কোন দ্বিধাই করেননি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
অঘোষিত ফাইনাল টসে জিতলেই নির্দ্বিধায় বোলিং নিতেন বলেও জানালেন মাশরাফি। পিচ ভেজা থাকায় ম্যাচের আগে থেকেই টস নিয়ে আলাপ হচ্ছিল। শেষ পর্যন্ত সফরকারীরাই এই সুবিধা পেয়ে গেল।
সিরিজের আগের দুই ম্যাচ দুদলই একটি করে জেতায় এই ম্যাচই সিরিজের ফল নির্ধারন করবে।
সিরিজ নির্ধারনী ম্যাচে একাদশে কোন পরিবর্তন নেই বাংলাদেশের। যদিও ইংলিশ দলে দুটি পরিবর্তন রয়েছে।
ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিটে।
বাংলাদেশ দলে দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে তৃতীয় ম্যাচে কোনও পরিবর্তন হয়নি। আগের একাদশই মাঠে নামছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close