বেনাপোল বন্দরের গুদামে আগুন
---
নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল স্থলবন্দরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর ৬টায় গুদামের ২৩ নম্বর শেডে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ওই শেড থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং পরে সেখানে আগুন জ্বলে ওঠে। এক পর্যায়ে আগুন বন্দর শেড থেকে বেনাপোল পোর্ট থানা ভবনে ছড়িয়ে পড়ে।
বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন বলেন, ওই গুদামে পাঁচমিশালি পণ্য ছিল, যার মধ্যে প্রসাধন ও রাসায়নিক সামগ্রী বেশি ছিল। এসিআই ও গোদরেজ কোম্পানির পণ্য বেশি ছিল। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
ফায়ার সার্ভিসের বেনাপোল, ঝিকরগাছা ও যশোরের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ-ভারতের বাণিজ্যের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ এ বন্দর দিয়ে হয়ে থাকে। বছরে প্রায় ১২ লাখ পাসপোর্টধারী যাত্রী ও দেড় লাখ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করে।

আগামীকাল সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

জিয়াই দেশে গণতন্ত্র এনেছিলেন : খালেদা
‘রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ প্রতিবেদন বৃহস্পতিবার’
ভূমিকম্প গবেষকরা কেন বলেন ঢাকা ও সিলেট শহরের অনেক বাড়ি-ঘর প্রচণ্ড ভূমিকম্প ঝুঁকিতে আছে?




৯ কিশোরী ফুটবলারকে হুমকিদাতা ‘শিক্ষক’ বরখাস্ত
ভারতের সেনা ঘাঁটিতে হামলায় শেখ হাসিনার নিন্দা