৫ই অক্টোবর, ২০১৬ ইং, বুধবার ২০শে আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » বিজয়নগরে হত-দরিদ্রের ১০টাকা কেজির চাল আত্তসাধের অভিযোগে : ডিলারশীপ বাতিল


বিজয়নগরে হত-দরিদ্রের ১০টাকা কেজির চাল আত্তসাধের অভিযোগে : ডিলারশীপ বাতিল


Amaderbrahmanbaria.com : - ৩০.০৯.২০১৬

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে হত-দরিদ্র মাঝে ১০টাকার কেজির চাউল বিতরণ না করে রাতের আধারে আত্তসাধের অভিযোগে মুজিবুর রহমান নামক এক ব্যক্তির ডিলারশীপ বাতিল করা হয়েছে বলে জানা যায়। এলাকাবাসি ও পওন ইউপি চেয়ারম্যান জানান, মুজিবুর রহমান নামক এক ডিলারকে পওন ইউনিয়নের হত-দরিদ্র দুংস্হদের বিতরণের জন্য ১০টাকা কেজি চাল দেওয়া হয়। কিন্তু চাল সে দুংস্থদের মাঝে বিতরণ না করে আধারে ট্রাকে করে বিক্রি করা জন্য নিয়ে যাচ্ছিল। তখন গত(২৯ সেপ্টম্বর)বৃহস্হপতিবার অনুমানিক রাত আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউনোও) স্যারের নেতৃত্বে বিজয় নগর থানার পুলিশ ফোর্স সহ হত দরিদ্রের বিতরণের প্রায় ট্রাক ভর্তি১৩টন চাল সহ ট্রাকের চালকে আটক করা হয়।
এ ব্যাপারে বিজয় নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আকতারুনেছা শিউলী আমাদের কে বলেন, আমি (২২সেপ্টম্বর) মুজিবুর রহমান নামক এক ডিলারকে ১০ টাকা কেজির হত-দরিদ্রের মাঝে বিতরণের জন্য সাড়ে ১১টন চাউল দেই। কিন্তু কাগজে কলমে সে এই চাউল তিনদিন বিক্রি করেছেন বলে আমাকে জানান। খুব বেশি হলে তার কাছে ২/৩ টন চাউল থাকার কথা। কিন্তু আমি নিজে উপস্হিত থেকে চান্দুরা -আখাউড়া সড়কে সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষিরাতলা নামক জায়গা থেকে সরকারি বস্তা চাল ভর্তি ট্রাক আটক করি। তখন আটককৃত চাল সহ গাড়ি জব্দ করে আমার উপজেলা অফিসে নিয়ে আসি। ড্রাইভারকে জিঞ্জাসা করলে এই সরকারি বস্তা ভর্তি চাল কার, তুমি কোথায় নিয়ে যাচ্ছ। তখন সে আমাকে জানায় মুজিবুর রহমান এক চালের ডিলার আমার গাড়ি ঠিক করেছে।তিনি আমাকে বলেছেন চাল গুলি পওন ইউনিয়নের নোয়াগাঁও নিয়ে যাবে সেখানে আমার লোক তোমার গাড়ি রিসিভ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনোও) আমাদের কে আরো বলেন, চাল গুলি সরকারি চাউল এগুলো বস্তার গায়ে সরকারি “প্রেয়্যার প্রাইজ” হত-দরিদ্রের বিতরণের ষ্ট্রিকার লাগানো। তবে আটককৃত চালের মর্ধ্যে আশুগঞ্জ, সরাইল, বিজয়নগরে চালের বস্তা মিশ্রিত। আমি মুজিবুর রহমান ডিলারকে সাড়ে ১১টন চাল দিয়েছি। তিনদিন বিতরণের পর ১৩টন চাউল আসল কোথায় থেকে। সেটা নিয়ে আমার মনে ও প্রশ্ন। আমি মুজিবুর রহমান “প্রেয়্যার প্রাইজ “ডিলারশীপ বাতিল করে দিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে দ্রুত আইনগত প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ শুক্রবার সরকারি ছুটি। আমাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে কিনা আমি এখনো কিছুই জানিনা।
#
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া (বিজয়নগর)
৩০/০৯/১৬ইং ০১৭২৯৭৪১২৯৫





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close