৫ই অক্টোবর, ২০১৬ ইং, বুধবার ২০শে আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


দুর্গাপূজায় আতশবাজি নিষিদ্ধ


Amaderbrahmanbaria.com : - ২৯.০৯.২০১৬

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজায় সকল ধরনের পটকা ও আতশবাজি ব্যবহার নিষিদ্ধ। পূজামণ্ডপে কেউ কোন ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনা দেন তিনি।


ডিএমপি সদর দপ্তরে বুধবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক মণ্ডপে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা আলাদা পথ তৈরি করে প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে কর্তব্যরত পুলিশ চেকিং করবে। প্রয়োজনে দেহও তল্লাশি করবে।

তিনি বলেন, প্রত্যেক মণ্ডপে আইনশৃঙ্খলা কমিটি গঠন করতে হবে এবং কমিটিতে লোকাল ওয়ার্ড কমিশনার ও গণ্যমান্য লোকদের রাখতে হবে।
উপস্থিত গোয়েন্দা প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পূজামণ্ডপ ও এর আশপাশ এলাকা গোয়েন্দা নজরদারিতে রাখুন। যাতে করে কোন প্রকার অঘটন ঘটতে না পারে।
সভায় মহানগর শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি ও জাতীয় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close