বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত ১৫
---
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস ও কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে মাধাবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহির বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলটগামী অপর একটি কইন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আমাদের কে জানান, দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন উদ্ধারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট-আশুগঞ্জ অপরিশোধিত জ্বালানী তেল সরবরাহ লাইন থেকে তেল চুরি করে পালানোর সময় লরী উল্টে আগুন,ঢাকা-সিলেট মহাসড়ক ২ ঘন্টা বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ প্রার্থীর কার্যালয়ে বিদ্রোহী প্রার্থীর আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আওয়ামীলীগ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, ফের সংঘর্ষে আহত ৩০, বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ
বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩০
বিজয়নগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার