২রা সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১৮ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী মাদক ব্যবসায়ীর বাড়ি গুঁড়িয়ে দিল উওেজিত জনতা


সরাইলে পোনা অবমুক্ত, পানির কেজি ৩২৮ টাকা


Amaderbrahmanbaria.com : - ৩১.০৮.২০১৬

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে পোনা অবমুক্ত করার নামে প্রতি কেজি পানির সরকারি মূল্য পড়েছে ৩’শ ২৮ টাকা। দরপত্রে করা হয়েছে অনিয়ম। অস্তিত্বহীন মৎস খামারের নাম ব্যবহার করেছে ঠিকাদার। নামে পোনা অবমুক্তকরণ বাস্তবে সরকারের ১ লাখ ২২ হাজার টাকা হয়ে গেছে ভাগ বাটোয়ারা। পোনার নামে ছাড়া হয়েছে পানি। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার আকাশি হাওরে বুধবার (৩১/৮/১৬ ) দুপুর ১২ টার দিকে পোনামাছ অবমুক্ত করার নামে এ নাটক হয়েছে। উপজেলা মৎস অফিস ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, ওই হাওরে রুই কাতল মৃগেল কালিবাউশ মাছের ৩৭২ কেজি পোনা দেওয়ার জন্য প্রকৃত মৎস খামারিদের কাছ থেকে নোটিশ মার্কা দরপত্র আহবান করা হয়। দেয়া হয়নি সিডিউল। যাচাই করা হয়নি খামারিদের কাগজপত্র। পদ্ধতি হচ্ছে শুধু না তালিকাভুক্ত করা। রাজনৈতিক নেতা কর্মী, জনপ্রতিনিধি থেকে শুরু করে মোট ৪১ জন নাম তালিকাভুক্ত করেন। প্রথমদিন ১২টা পর্যন্ত চলে ম্যানেজের নাটক। ফাঁকে একজন সিডিউল ড্রপ করে বসেন। ৩-৪ দিন পরই আবার ড্রপ। এ যাত্রায় ৪০ জনকে ৪০ হাজার টাকা দিয়ে শুদ্ধ করার জন্য ৩ জন সিডিউল ড্রপ করেন। কালিকচ্ছের শ্যামল মৎস আড়ত নামের প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দরদাতা হয়। অথচ বাস্তবে সেখানে এ নামের কোন আড়তের অস্তিত্ব পাওয়া যায়নি। আর বুধবার কোন পরিমাপ ছাড়াই অবমুক্ত করা হয় পোনা। এ সময় পোনার চেয়ে পানির পরিমানই ছিল বেশী। অনেকেই আক্ষেপ করে বলেন, শেষ পর্যন্ত পানির কেজি সরকার ক্রয় করল ৩’শ ২৮টাকা দরে। এটা তো লোক দেখানো নাটক। কষ্ট না করে টাকাটা তারা সরাইল বসে ভাগ বাটোয়ারা করে ফেললেই তো পারে। ঠিকাদারের একজন ঘনিষ্ট লোক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোন রকমে ৩’শ কেজি পোনা দেয়া হয়েছে কিনা সন্দেহ আছে। কি করব। নিকুজিশনে ৪০ হাজার অফিসসহ আরো ৩০-৪০ হাজার টাকা খরচ হয়েছে। সঠিক পরিমাণ পোনা কি বাড়ি বিক্রি করে দিবে? উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ নিয়ম অনুসারে সঠিক পরিমান পোনাই অবমুক্ত করা হয়েছে।

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close