সোমবার, ২৫শে ডিসেম্বর, ২০১৭ ইং ১১ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

এখনো আলাদাই রয়েছেন আরবাজ-মালাইকা

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৯, ২০১৬

---

photo-1471531281বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চ মাসের ঘটনা। হঠাৎ করেই যৌথ বিবৃতিতে আরবাজ খান ও মালাইকা অরোরার ‘সেপারেশন’-এর খবর চাউর হলো গণমাধ্যমে। পরে আবার এক পারিবারিক বন্ধু দাবি করলেন, মালাইকা এ বিষয়ে কিছু বলেননি। এরপর এ নিয়ে একেকবার একেক কথা। পাঁচ মাস পর আরবাজ খান জানালেন, আলাদাই রয়েছেন তাঁরা। তবে এখনো ঠিক বিবাহবিচ্ছেদের দিকে যায়নি বিষয়টি বলে জানা গেল এনডিটিভির খবরে।

মুম্বাই মিররের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, এই পরিস্থিতিকে আরবাজ বলতে চেয়েছেন ‘আলাদা থাকা’ হিসেবে। এই বিষয়ে নতুন করে আলোচনা হওয়ার কারণ, এবারের ঈদেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মালাইকা এবং আরবাজকে দেখা গেছে পরিবারের সবাইকে এক সঙ্গে নিয়ে উদযাপন করতে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সম্পর্ক ‘জোড়া’ লাগার খবর আসে। তবে ঈদের পরেই দেখা যায়, মালাইকা মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন আর আরবাজ গোয়ায় রয়েছেন নিজের মতো।

মার্চ মাসের উদ্ধিৃতিতে আরবাজ-মালাইকা জানিয়েছিলেন, তাঁরা বিচ্ছিন্ন রয়েছেন। নিজেদের সমস্যা চিহ্নিত করার এবং সমাধানের জন্য তাঁদের কিছু একান্ত সময় দরকার। এ সময় তাঁরা গণমাধ্যমের কাছ থেকে যথাযথ ‘প্রাইভেসি’ আশা করেন। তবে সাম্প্রতিক বিবৃতিতে বিচ্ছেদের কথা না বললেও আরবাজ জানান, তাঁরা এখনো বিচ্ছিন্ন রয়েছেন।

১৯৯৮ সালে বিয়ে হয় আরবাজ খান ও মালাইকা অরোরার। বলিউডের আইটেম গানে মালাইকা অরোরা প্রতিষ্ঠিত ও প্রশংসিত। এ ছাড়া মডেলিং ও উপস্থাপনাতেও তিনি নিয়মিত। আরবাজ খান বলিউডে অভিনয় ছাড়াও একজন প্রতিষ্ঠিত নির্মাতা। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

  • ভয়ঙ্কর জিকার হাত থেকে নিজেকে বাঁচাবেন কীভাবে ? জেনে নিনভয়ঙ্কর জিকার হাত থেকে নিজেকে বাঁচাবেন কীভাবে ? জেনে নিন
  • শুধুমাত্র মেয়েদের জন্য (ভিডিও)শুধুমাত্র মেয়েদের জন্য (ভিডিও)
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান নিলামেদ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান নিলামে
  • আশরাফুল আজ শুরু করতে যাচ্ছেন জীবনের গুরত্বপর্ণ ইনিংসআশরাফুল আজ শুরু করতে যাচ্ছেন জীবনের গুরত্বপর্ণ ইনিংস
  • অবশেষে আইফোন ‘কিবোর্ডে’ স্মল লেটারঅবশেষে আইফোন ‘কিবোর্ডে’ স্মল লেটার
  • সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতারসড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার
  • যে ৮ কারণে ছেলেদের প্রতারণার স্বীকার মেয়েরা!যে ৮ কারণে ছেলেদের প্রতারণার স্বীকার মেয়েরা!
  • চলন্ত বিমানে পর্নস্টারকে নিয়ে পাইলটের একি কাণ্ড!চলন্ত বিমানে পর্নস্টারকে নিয়ে পাইলটের একি কাণ্ড!
  • ‘আচ্ছে দিন’ই এখন মোদির গলার কাঁটা, বলছেন সতীর্থরা‘আচ্ছে দিন’ই এখন মোদির গলার কাঁটা, বলছেন সতীর্থরা
  • জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েছে বজ্রপাতজলবায়ু পরিবর্তনের কারণে বেড়েছে বজ্রপাত
  • তিশার প্রেমিক হৃদয় খান!তিশার প্রেমিক হৃদয় খান!
  • লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী করার উপায়গুলো জেনে নিনলিপস্টিক বেশিক্ষণ স্থায়ী করার উপায়গুলো জেনে নিন