এখনো আলাদাই রয়েছেন আরবাজ-মালাইকা
---
বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চ মাসের ঘটনা। হঠাৎ করেই যৌথ বিবৃতিতে আরবাজ খান ও মালাইকা অরোরার ‘সেপারেশন’-এর খবর চাউর হলো গণমাধ্যমে। পরে আবার এক পারিবারিক বন্ধু দাবি করলেন, মালাইকা এ বিষয়ে কিছু বলেননি। এরপর এ নিয়ে একেকবার একেক কথা। পাঁচ মাস পর আরবাজ খান জানালেন, আলাদাই রয়েছেন তাঁরা। তবে এখনো ঠিক বিবাহবিচ্ছেদের দিকে যায়নি বিষয়টি বলে জানা গেল এনডিটিভির খবরে।
মুম্বাই মিররের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, এই পরিস্থিতিকে আরবাজ বলতে চেয়েছেন ‘আলাদা থাকা’ হিসেবে। এই বিষয়ে নতুন করে আলোচনা হওয়ার কারণ, এবারের ঈদেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মালাইকা এবং আরবাজকে দেখা গেছে পরিবারের সবাইকে এক সঙ্গে নিয়ে উদযাপন করতে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সম্পর্ক ‘জোড়া’ লাগার খবর আসে। তবে ঈদের পরেই দেখা যায়, মালাইকা মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন আর আরবাজ গোয়ায় রয়েছেন নিজের মতো।
মার্চ মাসের উদ্ধিৃতিতে আরবাজ-মালাইকা জানিয়েছিলেন, তাঁরা বিচ্ছিন্ন রয়েছেন। নিজেদের সমস্যা চিহ্নিত করার এবং সমাধানের জন্য তাঁদের কিছু একান্ত সময় দরকার। এ সময় তাঁরা গণমাধ্যমের কাছ থেকে যথাযথ ‘প্রাইভেসি’ আশা করেন। তবে সাম্প্রতিক বিবৃতিতে বিচ্ছেদের কথা না বললেও আরবাজ জানান, তাঁরা এখনো বিচ্ছিন্ন রয়েছেন।
১৯৯৮ সালে বিয়ে হয় আরবাজ খান ও মালাইকা অরোরার। বলিউডের আইটেম গানে মালাইকা অরোরা প্রতিষ্ঠিত ও প্রশংসিত। এ ছাড়া মডেলিং ও উপস্থাপনাতেও তিনি নিয়মিত। আরবাজ খান বলিউডে অভিনয় ছাড়াও একজন প্রতিষ্ঠিত নির্মাতা। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।