ব্রাহ্মনবাড়িয়া আখাউড়ায় গণ ধর্ষণ মামলার আসামী থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে!
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাদল মিয়া (৩৫) নামে গণধর্ষণ মামলার চার্জশিটভুক্ত এক আসামিকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা-হাজতে কয়েক ঘণ্টা আটক রাখার পর বিশেষ রফাদফায় ওই আসামিকে ছেড়ে দেয়া হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার রাতে আখাউড়ার সেনারবাদি গ্রামের সফু মিয়ার ছেলে বাদল মিয়াকে পৌর এলাকার রেলওয়ে কলোনির সামনে থেকে আটক করে পুলিশ।
আরও : দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও পরকীয়া প্রেমিকের সঙ্গে
আটক বাদল গত বছরের ৯ জুলাই আখাউড়া থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামি। আটকের পর থেকেই একটি মহল তাকে ছেড়ে দেয়ার জন্য তদবির শুরু করে। এরপর বিশেষ রফাদফায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার আমাদের কে বলেন, বৃহস্পতিবার রাতে কয়েকজনকে আটক করা হয়েছে, তারা সবাই ছোটখাটো বিভিন্ন মামলার আসামি। এদের মধ্যে বাদল মিয়া নামে কেউ আছে কি না সেটি না দেখে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিশেষ মহলের তদবিরে কাউকে থানা থেকে ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
এ জাতীয় আরও খবর

আখাউড়া স্থলবন্দরের যাত্রীদের ডলার এনডোর্সমেন্ট জটিলতা নিরসনে বৈঠক
