১০ই আগস্ট, ২০১৬ ইং, বুধবার ২৬শে শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী ভারতে এবার চলন্ত বাসে শিক্ষিকাকে গণধর্ষণ
পরবর্তী কাশ্মিরের যেই ছবি নিয়ে টুইটারে তোলপাড়


বিল গেটসের স্মারক পেলেন বাংলাদেশের সোনিয়া


Amaderbrahmanbaria.com : - ০৩.০৮.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বোচ্চ সন্মানজনক পুরস্কার ‘ফাউন্ডারস অ্যাওয়ার্ড’ পেয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির। সোনিয়া মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন।

 

মাইক্রোসফটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফাউন্ডারস অ্যাওয়ার্ড মাইক্রোসফটের সবচেয়ে সন্মানজনক পুরস্কার। এ বছর এক লক্ষ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৫ জন ফাউন্ডারস অ্যাওয়ার্ড জিতেছেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে এশিয়ার প্রশান্ত অঞ্চল থেকে সোনিয়া বশির কবিরকে মনোনিত করে উক্ত পুরস্কার হাতে তুলে দেওয়া হয়।

সুযোগ্য নেতৃত্ব, উদ্ভাবন এবং ব্যবসায় উল্লেখযোগ্য অবদানের উপর ভিত্তি করে ফাউন্ডারস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে মাইক্রোসফট।

সোনিয়া বশির কবির ফাউন্ডারস অ্যাওয়ার্ড পাওয়ার আগে বিশেষ অবদানের জন্য মাইক্রোসফটের ‘এক্সিলেন্স প্লাটিনাম ক্লাব’-এর সন্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close