বুধবার, ১৯শে এপ্রিল, ২০১৭ ইং ৬ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে ROSC-II প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৫, ২০১৬

B Baria Map Mainসরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে রিচিং আউট অব স্কুল চিল্ড্রেন(রস্ক) (২য় ফেইজ) প্রকল্পের আওতায় তিনমাসব্যাপী প্রি-ভোকেশনাল প্রশিক্ষণ শেষে সোমবার সকাল ১০টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের ট্রেনিং প্রোভাইডার হিসেবে ছিলেন সিপিডি। আর টিএ এজেন্সি হিসেবে ছিল সেভ দি চিলড্রেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের চাকুরী প্রদানের নিশ্চয়তা দিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এটি গরীব ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য সরকারের শিক্ষা বিষয়ক একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রস্ক-২ প্রকল্পের প্রকল্প পরিচালক(অতিরিক্ত সচিব) ড. এম. মিজানুর রহমান, বিশেষ অতিথি  ছিলেন রস্ক-২ প্রকল্পের সহকারী পরিচালক মোঃ নুরুজ্জমান মল্লিক, রস্ক-২ প্রকল্পের টিএপিডি ও সেভ দ্য চিল্ড্রেনের টিএ প্রজেক্টের সহকারী পরিচালক জগলুল হায়দার এবং সিপিডি’র নির্বাহী পরিচালক মোসলেমা বারী প্রমূখ।

 

মন্ত্রণালয়ঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ROSC-II প্রকল্প (২য় ফেইজ)

ট্রেনিং প্রভাইডার সংস্থা- সিপিডি

ট্রেড সংখ্যা – ২টি, ১। ইলেকট্রিক হাউজ ওয়্যারিং, ২। ড্রেস মেকিং

TA Agency: SAVE THE CHILDREN

তিন মাস ব্যাপী প্রশিক্ষণ (প্রি-ভোকেশনাল)

প্রশিক্ষণগ্রহণকারীদের চাকুরী প্রদানের নিশ্চয়তা।