রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

পিস টিভির সম্প্রচার বন্ধ করে প্রজ্ঞাপন

peace_tvনিউজ ডেস্ক : মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতভিত্তিক চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। আজ সোমবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আখতারুজ্জামান বার্তা সংস্থা ইউএনবিকে জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়েছে।

এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের জানান, পিসি টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও : তবে কি অভিনয় দিয়ে মন জয় করেছেন অধরা?

পিস টিভিতে ইসলাম বিষয়ক বক্তব্য দেন জাকির নায়েক। তিনি চ্যানেলটির প্রতিষ্ঠাতা। তরুণদের জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ করছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ।

গত ১ জুলাই ঢাকার গুলশানের একটি স্প্যানিশ রেস্তোরাঁ এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এসব হামলার ঘটনায় আটক এক জঙ্গি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, তিনি ইসলাম বিষয়ক বক্তা জাকির নায়েকের ভক্ত।

সম্প্রতি ভারত সরকারও জাকির নায়েকের বক্তব্যের তদন্ত শুরু করেছে। এ জন্য তদন্ত কমিটিও গঠন করেছে দেশটি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রী

ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘনে’ উদ্বেগ ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের

মিথ্যা তথ্য দিয়ে বিক্রি হয় রুহ আফজা,প্রতারণার কারণে মামলা(ভিডিও)

নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার ইফতার অনুষ্ঠিত

‘ঈদে যানজট হবে না, সড়কের অবস্থা ভালো’: ওবায়দুল কাদের