সোমবার, ২৫শে ডিসেম্বর, ২০১৭ ইং ১১ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু,একজন আহত

AmaderBrahmanbaria.COM
জুন ৩০, ২০১৬

---

downloadআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন(৩৮) নামে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চাতলপাড় বড় বাজারের পার্শ্ববর্তী জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া নয়াহাট্রির মৃত আকবর আলীর ছেলে। আহত মাসুদ মিয়া একই গ্রামের মৃত তোরাব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মোশারফ হোসেনসহ আরও কয়েক শ্রমিক বেশ কয়েকদিন ধরে চাতলপাড় বড় বাজারের পাশে জাহাঙ্গীর মিয়ার বাসায় ছাদের রড বাধাঁর কাজ করছিলেন। সকালে সে কাজ করার সময় রড় কাটেঁ উঠানোর সময় পাশে বিদ্যুতের তাঁরে লেগে যায় এতে মোশারফ হোসেন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত হয় মাসুদ মিয়া(৩৪) নামে অপর শ্রমিক। আশংকাজনক অবস্থায় মাসুদ মিয়াকে বাজিতপুর উপজেলার ভাগলপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ছাদে রড উঠানামার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

  • বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আজ শুরুবাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আজ শুরু
  • মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ বিশ্বের এমপিগণের নিন্দামিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ বিশ্বের এমপিগণের নিন্দা
  • অবশেষে মুখ খুললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধারঅবশেষে মুখ খুললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার
  • ১০ তারিখের মধ্যে বেতন, বোনাস ১৪ জুলাই১০ তারিখের মধ্যে বেতন, বোনাস ১৪ জুলাই
  • অভিনয়ে সেরা বাঙালি জয়াঅভিনয়ে সেরা বাঙালি জয়া
  • প্রয়াসের ‘অপপ্রয়াস’, প্রাণ গেল যুবকেরপ্রয়াসের ‘অপপ্রয়াস’, প্রাণ গেল যুবকের
  • আমার দেশ এনটিভি আরটিভি সরকারি নাশকতার শিকার : বিএনপিআমার দেশ এনটিভি আরটিভি সরকারি নাশকতার শিকার : বিএনপি
  • মিসর সফরে জন কেরিমিসর সফরে জন কেরি
  • ইতিহাস হলো না সেরেনারইতিহাস হলো না সেরেনার
  • যৌবনকাল কত দিন?যৌবনকাল কত দিন?
  • আখাউড়ায় আওয়ামী লীগের গণ সমাবেশ ও র‌্যালীআখাউড়ায় আওয়ামী লীগের গণ সমাবেশ ও র‌্যালী
  • বরবটির স্বাস্থ্য উপকারিতাবরবটির স্বাস্থ্য উপকারিতা