জাবি ক্যাম্পাস থেকে তরুণী অপহৃত
---
নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক তরুণী অপহরণের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্মচারী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় বিশমাইল গেট দিয়ে ওই তরুণী একটি ছেলে সঙ্গে নিয়ে কর্মচারী ক্লাবের দিকে যাচ্ছিলেন। এসময় পান্দুয়া থেকে আসা একটি মাইক্রোবাস মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নেয়। তখন মেয়েটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এর আগেই মেয়েটিকে তুলে নিয়ে গাড়িটি দ্রুত ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। পরে সেখানে গিয়ে মেয়েটির ডান পায়ের একটি জুতা, একটি কানের দুল এবং একটি পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করেন তারা। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে আশুলিয়া ও সাভার থানায় ফোনে বিষয়টি জানানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসিনুল কাদির বিষয়টি নিশ্চত করে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে ঘটনাটি কি।