সোমবার, ২৫শে ডিসেম্বর, ২০১৭ ইং ১১ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

সম্পর্কের অন্তরঙ্গতা ফিরিয়ে আনুন ৫টি কৌশলে

AmaderBrahmanbaria.COM
মে ২৩, ২০১৬

---

2edc4c90ff521597cb23517136d508f3-640x318লাইফস্টাইল ডেস্ক : ভালবাসার সম্পর্কটি কি অন্তরঙ্গতা হারিয়ে ফেলছে? সময়ের সাথে সাথে নাকি সবই পুরাতন হয়ে যায়! আজ যাকে না দেখে থাকা যাবে না এক মূহুর্ত বলে বোধ হয় সেই মানুষটির সাথেই এক সময় আর আড্ডাটা জমে না। সময়টা ভাল কাটে না। কোনভাবেই মিলতে চায় না মনের ভাব। পুরো সম্পর্কই উত্তর-দক্ষিণ হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম, এই ভেবে কি তাহলে হাল ছেড়ে দেব? নাকি খুঁজে বের করবো কোথায় তৈরী হল দূরত্ব?

কিছু পদক্ষেপ তো আমরা নিতেই পারি। ভালবাসা তো এত হেলাফেলার বস্তু নয়। হারিয়ে যেতে চাইলেই তো আর হারিয়ে যেতে দেওয়া যায় না। আসুন মনোবিজ্ঞানীদের দেখানো পথে আবারও চেষ্টা চালাই পুরোনো অন্তরঙ্গতা ফিরিয়ে আনার।

প্রথমত, নিজেকে আশাবাদী করুন। অনেক সময় আপনি হয়ত শারীরিক-মানসিকভাবে যেভাবে আপনার সংগীকে কাছে চাইছেন সেভাবে পাচ্ছেন না। আপনাকে ‘না’ বলার অধিকার কিন্তু তার আছে। তাকে এই স্বাধীনতা আপনার দিতে হবে। কিন্তু এটি যদি বার বার হতে থাকে, তাহলে অবশ্যই এটা নিয়ে ভাবুন। কিন্তু হতাশ হবেন না।

দ্বিতীয়ত, সমস্যা খুঁজে বের করুন। আপনার সঙ্গী কি কোন কারণে আপনার উপর বিরক্ত? তিনি বিছানায় আপনাদের অন্তরঙ্গ সময়টা উপভোগ করছেন না? কোন কারণে কি তিনি আহত হয়েছেন? আপনাদের দূরত্বের কারণ আপনাকেই বের করতে হবে।

তৃতীয়ত, কথা বলুন। দু’জনে দূরে কোথাও বেড়াতে যান। কথা বলুন। জানার চেষ্টা করুন, দূরত্বের কারণ। আপনার সঙ্গীও কি সম্পর্কটি পুনরুদ্ধারে আগ্রহী। তাহলে তো কাজটি আরও সহজ হয়ে গেল। দুজন দুজনের চাওয়া-পাওয়ার দিকে খেয়াল করুন। দুজনের ভাল গুণের সাথে খারাপ গুণগুলোকেও ভালবাসুন।

চতুর্থত, বন্ধু হোন। আবার নাহয় প্রথম থেকে শুরু করুন। যৌন সম্পর্কে ‘না’ শুনতে হলে আমরা প্রচন্ড অপমানিত বোধ করি। কিন্তু বোঝার চেষ্টা করুন, এই না বলার অধিকার তার আছে। আপনার সঙ্গী হওয়ার আগে সে একজন মানুষ। অভিযোগ করা বন্ধ করুন। আবারও ভালবাসুন।

পঞ্চমত, যদি আপনারা দু’জনেই সমান আগ্রহী হয়ে থাকেন কিন্তু তারপরও কোন জটিল সমস্যা খুঁজে না পান তাহলে মনোবিজ্ঞানীদের পরামর্শ নিন। একজন বিশেষজ্ঞের সাথে কথা বলুন। সম্পর্ক ধরে রাখতে চাইলে সম্পর্ককে বুঝতে পারা খুবই জরুরী। একজন মনোরোগ বিশেষজ্ঞ এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশী সাহায্য করতে পারবে।

এ জাতীয় আরও খবর

  • নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুননবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন
  • লেবুর ১০ গুণলেবুর ১০ গুণ
  • সেকেন্ডেই থামিয়ে ফেলুন শিশুর কান্না (ভিডিও)সেকেন্ডেই থামিয়ে ফেলুন শিশুর কান্না (ভিডিও)
  • জেএমবির হত্যার হুমকি পঞ্চগড়ে পিপিকে জেএমবির হত্যার হুমকি পঞ্চগড়ে পিপিকে 
  • সঠিকভাবে ডায়েট করছেন!সঠিকভাবে ডায়েট করছেন!
  • এক হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসিএক হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি
  • আত্মঘাতী দুই ভাইয়ের নাম যুক্তরাষ্ট্রের তালিকায় ছিলআত্মঘাতী দুই ভাইয়ের নাম যুক্তরাষ্ট্রের তালিকায় ছিল
  • চোখের জলের হয় না কোনো দাম? এবার চালু হচ্ছে প্রথম টিয়ার্স ব্যাঙ্ক!চোখের জলের হয় না কোনো দাম? এবার চালু হচ্ছে প্রথম টিয়ার্স ব্যাঙ্ক!
  • হিজাব ছাড়া ছবি তোলায় গ্রেপ্তার!হিজাব ছাড়া ছবি তোলায় গ্রেপ্তার!
  • ফিরিয়ে নিন ভুল করে পাঠানো ই-মেইলফিরিয়ে নিন ভুল করে পাঠানো ই-মেইল
  • নবীনগরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে মত বিনিময়নবীনগরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে মত বিনিময়
  • মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য চাইবে বিএনপিমার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য চাইবে বিএনপি