বুধবার, ১৪ই জুন, ২০১৭ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

রাতের মধ্যে চট্টগামের সকল লাইটার জাহাজকে বন্দর চ্যানেল ছাড়ার নির্দেশ

AmaderBrahmanbaria.COM
মে ২০, ২০১৬

---

 

 

নিজস্ব প্রতিবেদক : উপকুলের দিকে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরে থাকা সকল লাইটার জাহাজকে রাতের মধ্যে বন্দর চ্যানেল ছেড়ে নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।আজ শুক্রবার পৌনে ৪টার দিকে এ বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

image_86160_0

 

আবহাওয়া অফিস জানায়, বন্দর চ্যানেল ছেড়ে সকল লাইটার জাহাজ উপকূলের কাছাকাছি থাকতে হবে। কারণ উপকূলের কাছাকাছি থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না।এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭, কক্সবাজারে ৬ এবং খুলনা ও মোংলা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।

 

 

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১২শ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। “রোয়ানু” নামে এই ঘূর্ণিঝড়টি ধীরগতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সাগরও উত্তাল হয়ে উঠছে, তাই মাছ ধরার ট্রলার ও নৌকাসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

 

 

গত মঙ্গলবার সাগরে সৃষ্টি হয় লঘুচাপ, বুধবার তা নিম্নচাপে পরিণত হয়। এরপর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ‘রোয়ানু’ নাম ধারণ করে।এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, বরগুনা, বাগেরহাটসহ বেশকিছু উপকূলীয় অঞ্চলে প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারিকে সকল ছুটি বাতিল করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মস্থলে থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর