জুকারবার্গের অজানা ১০ তথ্য, জানেন কি?
আইটি ডেস্ক : পুরো নাম মার্ক এলিয়ট জুকারবার্গ। জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সবার কাছে প্রতিষ্ঠিত। তিনি বর্তমানে ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট। জুকারবার্গ এবং তার কয়েকজন সহপাঠী মিলে ২০০৪ সালে এটিকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। জুকারবার্গের ৩২ তম জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কে অজানা ১০ টি তথ্য।
১. মার্ক ফেসবুকের সিইও হিসেবে মাত্র ১ ডলার মাইনে নেন প্রতি মাসে।
২. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে জুকেরবার্গ ফেসবুক প্রথম চালু করেন হার্ভার্ডের ছাত্রাবাসের বিভিন্ন ঘরের মধ্যে সংযোগ রক্ষার জন্য।
৩. ফেসবুকের সাফল্যের দৌলতে ২০০৭ সালে মাত্র ২৩ বছর বয়সেই ১০০ কোটি মার্কিন ডলারের মালিক হয়ে যান মার্ক।
৪. ২০১০ সালে জুকেরবার্গের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হয় ‘দা সোশ্যাল নেটওয়ার্ক’ নামের একটি ফিল্ম।
আরও : ‘একরামের স্ত্রী-মেয়েদের কান্না বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে’
৫. ফেসবুকের পাশাপাশি জুকেরবার্গ ও তাঁর বন্ধুরা শুরু করেছিলেন আর একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যার নাম ছিল ফেসম্যাশ। এই সাইটে দুটি ছাত্র বা ছাত্রীর ছবি পাশাপাশি রেখে তাদের চেহারার তুলনা করা যেত।
৬. ২০০৪ এর ৪ ফেব্রুয়ারি ফেসবুক যখন তার যাত্রা সূচনা করে তখন তার নাম রাখা হয়েছিল ‘দি ফেসবুক’।
৭. ফেসবুক ছাড়াও গুগল প্লাস ও টুইটারেও মার্কের আর্থিক অংশীদারিত্ব রয়েছে।
৮. ২০১৩ সালের অগস্ট মাসে ৫০০ কোটি মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মার্ক একটি প্রোজেক্ট শুরু করেন যার নাম ছিল ‘ইন্টারনেট ডট ওআরজি’।
৯. ইবোলা ভাইরাস মহামারির আকার ধারণ করলে তার প্রতিরোধকল্পে মার্ক ২৫ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন।
১০. মার্কের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৩৬০০ কোটি ডলার।
এ জাতীয় আরও খবর

এই ব্যাটারি টিকবে ১০০ বছর!

ফেসবুকে আসছে ‘ব্রেকিং নিউজ’

পেন্টাগনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার চুক্তি নবায়ন করবে না গুগল

‘ফেক নিউজ’ বন্ধে আরও কঠোর হচ্ছে ফেসবুক
