শনিবার, ২০শে জানুয়ারি, ২০১৮ ইং ৭ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

শিক্ষিকা অপহরণে ১০ লাখ টাকা মুক্তিপণ

AmaderBrahmanbaria.COM
মার্চ ২২, ২০১৬

2016_03_21_21_43_13_I3s0OU0E7TDF3UMdCjrOTqU0vGRtk4_originalফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে মনিকা সাহা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকেল ৫টার দিকে ঝিলটুলীতে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান শাখার সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে তাকে জোর করে তাকে তুলে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিক্ষিকা সোনালী ব্যাংকের মোড় এলাকায় এলে একটি সাদা রঙের মাইক্রোবাস সেখানে গিয়ে থামে। পরে ওই মাইক্রোবাসে শিক্ষিকাকে জোর করে টেনে তুলে নিয়ে দ্রুত চলে যায়।

অপহৃত মনিকা ফরিদপুর সদরের চর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি শহরের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত বলে জানিয়েছেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে।

দুই সন্তান ও স্বামীর সাথে শহরের ঝিলটুলী সোনালী ব্যাংকের অদূরে একটি ভাড়া বাসায় থাকেন মনিকা। তার স্বামীর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

মনিকার স্বামী বলরাম পোদ্দর জানান, অপহরণকারীরা অচেনা একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন বলরাম।

ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, ওই স্কুল শিক্ষিকার স্বামীর মৌখিক অভিযোগ তারা শুনেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিক্ষিকা মনিকাকে উদ্ধারের জন্য পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। খুব তাড়াতাড়ি তাকে উদ্ধার করা সম্ভব হবে বলেও তিনি জানান।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

  • আপনি লম্বা হতে চান? তাহলে পড়ুন!আপনি লম্বা হতে চান? তাহলে পড়ুন!
  • পাঁচ উপায় অফিসে বসেই ওজন কমানপাঁচ উপায় অফিসে বসেই ওজন কমান
  • ভাসমান রিকশা মিস্ত্রী নাজমার গল্পভাসমান রিকশা মিস্ত্রী নাজমার গল্প
  • বাংলাদেশের ছবিতে রিয়া সেন (ভিডিও)বাংলাদেশের ছবিতে রিয়া সেন (ভিডিও)
  • আশুগঞ্জে দু-দল গ্রামবাসীর সংঘর্ষ,আহত-৫০ (ভিডিও)আশুগঞ্জে দু-দল গ্রামবাসীর সংঘর্ষ,আহত-৫০ (ভিডিও)
  • সৌদি সীমান্তে গোলাবর্ষণ করেছে ইয়েমেনসৌদি সীমান্তে গোলাবর্ষণ করেছে ইয়েমেন
  • বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২
  • যোগাযোগ বন্ধের পর শেষ কথা বলেন পাইলটযোগাযোগ বন্ধের পর শেষ কথা বলেন পাইলট
  • আশুগঞ্জের মেঘনায় আবারো ভাসছে লাশ!আশুগঞ্জের মেঘনায় আবারো ভাসছে লাশ!
  • বেলের প্রশংসায় জিদানবেলের প্রশংসায় জিদান
  • চার উইকেট হারিয়ে চাপে ভারতচার উইকেট হারিয়ে চাপে ভারত
  • সরাইলে শিক্ষিকাদের ভাড়ায় চলছে সরকারি বিদ্যালয়সরাইলে শিক্ষিকাদের ভাড়ায় চলছে সরকারি বিদ্যালয়