g পুতুল বউ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৮শে অক্টোবর, ২০১৭ ইং ১৩ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

পুতুল বউ

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৭, ২০১৬

---

Aashiq Rahman বউ গুলি কেমন পুতুলের মত হয় তাইনা?

শাড়ি পড়া টুক টুকে পুতুল !

ভাবেন তো সাদা মাটা আপনার জীবনটায় একদিন একটা পুতুল বউ আসলো।

রোজকার মত না, সেদিন আপনার ঘুমটা ভাঙল একটু অন্য রকম ভাবে। কেউ একজন জানালার পর্দাটা সরিয়ে এক গাদা মিষ্টি রোদ এনে দিল আপনার মুখে। আপনি যেন চোখ বুজে স্বপ্ন দেখছেন, সারা ঘরে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। গালের উপর একটা নরম হাত, আর আলতো করে নড়ে চড়ে ওঠা কাচের চুড়ির টুং টাং ঘন্টা!

ঘুম ভেংগে গেছে তবু চোখ বুজে আছেন। চোখ খুলতে ইচ্ছা করছেনা। ইচ্ছে করছে এভাবে কেটে যাক অনন্ত কাল! গালের উপর হাতটা নড়তে থাকুক, নতুন শাড়ির ঘ্রানটা নাকে লেগে থাকুক, কল্পনায় পুতুল বউটার মুখটা ভাসতে থাকুক!

পুতুল টা বুঝে গেছে আপনার দুষ্টুমিটা। ভেজা চুল গুলো বিছিয়ে দিয়েছে আপনার বুকের উপর। আপনার বুকের লোমে খেলা করছে পুতুল বউয়ের দুষ্ট নিশ্বাস। নিজের অজান্তেই গালের নিচে চাপা পড়া হৃৎপিন্ডটা মিস করে গেছে অনেক গুলি পালস! সুখে আপনার দম বন্ধ হয়ে আসছে! আপনি চোখ খুললেন। চোখের সামনে জ্বল জ্বল করছে এক জোড়া আহ্ললাদি চোখ! দুই ভ্রুর মাঝখানে একটা ছোট্ট টিপ আর ছোট্ট নাক ফুলটাও যেন আহ্লাদে গদো গদো হয়ে আছে!!

প্রতিটা বউই এভাবে স্বামীর ঘরে পুতুল সেজে আসে। কাপড়ের আলনায়, কপালের টিপে, বিছানার চাদরে, খাবার প্লেটে, ছোট্ট ঘরের দেয়ালে দেয়ালে এভাবে স্বপ্ন সাজিয়ে দেয়। মা ছেড়ে বাপ ছেড়ে নিজের মাথার বালিশ ফেলে আপনার ছোট্ট হৃতপিন্ড টাকে নিজের ঠিকানা বানায়।

অত:পর আমরা সব কিছু বদলে দেই। তাকে বুঝিয়ে দেই ন্যাকামো ভালো না, বায়না ভালো না, সংসারী হও জীবন সিনেমা না। প্লেট ধরে বসে থেকনা এটা বাপের বাড়ি না!

সত্যি জীবন সিনেমা না এখানে নতুন বউ এক সময় পুরোনো হয়ে যায়, রোজ রোজ এক মুখ ডাল রুটি মনে হয়!

কিন্তু সত্যি ই কি সব সিনেমা মিশন ইম্পসিবল বা ম্যাট্রিক্স হয়? জীবন নিয়ে সিনেমা দেখেন নি? যেখানে ছোট ছোট দুক্ষ কষ্টের পড়েও ভালবাসা নিয়ে ভাল থাকা যায়।

বাবা মা ভাই বোন কখনো পুরোনো হয় না। আপনি এক মুহুর্ত উহফ করে উঠলে যে মেয়েটার বুক টা ধ্বক করে উঠে সে মেয়েটা পুরান হয়ে যাবে?

বউয়ের সামনে একবার আঙুলে সস ঢেলে চিৎকার করে দেখবেন কসম করে বলছি পুতুল টার চোখে আপনি আপনার ব্যাথা আয়েনার মত দেখবেন।

আমাকে নারী বাদী ভাব্বেন না। আমি আসলে প্রচন্ড ভাবে পুরুষ বাদী তাই নারীদের নিয়ে এত কিছু লেখি। আমি জানি প্রতিটা পুরুষের সুখ নারীদের অন্তরে যদি সে নারীকে ভালবেসে পোষ মানানো যায়।

এ জাতীয় আরও খবর