রাজাকার সন্তানদের মনোনয়ন না দেয়ার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কোনো রাজাকারের সন্তানকে আওয়ামী লীগের মনোনয়ন না দেয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। আজ রোববার সকালে জেলা ও বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন হয়। বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত একর্মসূচী চলাকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।মানববন্ধনে মুক্তিযোদ্ধারা ছাড়াও তাদের সন্তান এবং অন্যান্য শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সার্জেন্ট (অব.) তারা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুণ অর রশীদ, যুদ্ধকালীন পৌর কমান্ডার আবদুল বাছির, আখাউড়া উপজেলা কমান্ডার আবু সাহেদ প্রমুখ।
আরও : দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও পরকীয়া প্রেমিকের সঙ্গে
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজাকার বা তাদের সন্তান আওয়ামী লীগের মনোনয়ন পাবেনা। কিন্তু ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নে রাজাকারের সন্তানকে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। আরো কয়েকটি ইউনিয়নে মনোনয়নের অগ্রাধিকারে রাখা হয়েছে রাজাকার সন্তাদের। মুক্তিযোদ্ধারা অবিলম্বে যেসব রাজাকার সন্তানদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের মনোনয়ন বাতিলের এবং নতুন করে আর কোন রাজাকার সন্তানকে মনোনয়ন না দেয়ার দাবী জানান। তারা বিজয়নগরের ইছাপুরা ইউনিয়নে রাজাকার দেলোয়ার হোসেনের নামে করা রাস্তার নামকরন বাতিল এবং তার ছেলে আক্তার হোসেনকে মনোনয়ন না দেয়ার দাবী জানান।
এ জাতীয় আরও খবর

বার-বার কেন পড়ে যান নেইমার

ইয়াবা দিয়ে আনসার সদস্যকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে!

কৃত্রিম প্রজননে টাকি মাছের পোনা উৎপাদনে সফলতা

আসছে ভাইজান

আখাউড়া স্থলবন্দরের যাত্রীদের ডলার এনডোর্সমেন্ট জটিলতা নিরসনে বৈঠক
