g ৭০ হাজার ইয়াবাসহ ১০ মাদক ব্যবসায়ী আটক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

৭০ হাজার ইয়াবাসহ ১০ মাদক ব্যবসায়ী আটক

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

2016_03_01_10_51_12_R2b1raUX1aiGW2yGCld3criY3zgPkv_originalনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম এলাকা ৭০ হাজার ইয়াবার একটি চালান আটকের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ভুট্টো নামে এক ইয়াবা ডিলারসহ ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারা।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দারুস সালাম থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি জাহাঙ্গীর আলম সর্দার জানিয়েছেন, ‘আটকদের মধ্যে ভুট্টো ইয়াবার ডিলার। বাকিরা তার সহযোগী।’

৭০ হাজার ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত দুটি গাড়িও গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে তিনি জানান।

তবে আটক বাকিদের নাম-পরিচয় বা ওই চালান কোথা থেকে আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জাহাঙ্গীর আলম সর্দার জানান, মঙ্গলবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ জাতীয় আরও খবর