৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ: পদ ১২২৬
---
সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।এই বিসিএসে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন।সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বলেন, সাধারণ ও কারিগরি ক্যাডারে নিয়োগের জন্য প্রার্থীদের আগামী ৩১ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ২ মে পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে ফি প্রদান করে আবেদন করা যাবে বলে জানান পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক।প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী জুলাই মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
নিয়মানুযায়ী, বিসিএস ক্যাডারে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করে পিএসসি।