টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
---
স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যতটা শক্তিশালী টি-টোয়েন্টি ক্রিকেট ঠিক যেন তার উল্টো। এশিয়া কাপের শুরুটাও করেছিল বড় হার দিয়ে। কিন্তু পরের দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। আর তার ফলাফলটাও পেলো খুব দ্রুত। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের।
এশিয়া কাপের আগে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১১ নাম্বারে ছিল বাংলাদেশ। মাশরাফিদের উপরে ছিল আফগানিস্তান ও স্কটল্যান্ডের মত দুইটি সহযোগী দেশ। তবে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে এসেছে বাংলাদেশ।
বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭০। টাইগারদের সামনে থাকা আফগানিস্তানের রেটিংপয়েট ৭৭, ব্যবধান ৭। বাংলাদেশের নিচে থাকা স্কটল্যান্ডের সাথেও ব্যবধান ৭। স্কটিশদের বর্তমান রেটিং পয়েন্ট ৬৩। তবে টানা দুই জয়ের পর যথারীতি শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।