g কুমিল্লা দুই শিশু হত্যা : প্রধান আসামি সৎভাই শফিউল ঢাকায় গ্রেফতার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২রা আগস্ট, ২০১৭ ইং ১৮ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

কুমিল্লা দুই শিশু হত্যা : প্রধান আসামি সৎভাই শফিউল ঢাকায় গ্রেফতার

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

choton-com_jugantor_5617নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি তাদের সৎভাই সফিউল ইসলাম ছোটনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে সাদা পোশাকের একদল পুলিশ রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ঘাতক সফিউল ইসলাম ছোটনকে গ্রেফতার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ওই হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিয়েছে ঘাতক ছোটন।

উল্লেখ্য- ঢুলীপাড়া এলাকায় গত শনিবার মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎভাই সফিউলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গত শনিবার গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। মামলার বাদী শিশু দুটির মা রেখা বেগম। ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিলেন। সে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ’র শেষ বর্ষের শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর