g এটিএম জালিয়াতিতে ৪০-৫০ ব্যবসায়ী জড়িত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

এটিএম জালিয়াতিতে ৪০-৫০ ব্যবসায়ী জড়িত

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৬

---

70905_1নিজস্ব প্রতিবেদক : ব্যাংকের এটিএম বুথ জালিয়াতের সঙ্গে দেশের প্রভাবশালী ৪০ থেকে ৫০ জন ব্যবসায়ী জড়িত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত বিদেশি নাগরিক থমাস পিটারকে দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয়েছে। সে গত এক বছরে সর্বাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এসব কাজে দেশের ৪০ থেকে ৫০ জন ব্যবসায়ী জড়িত।

তিনি আরো বলেন, এদের মধ্যে মার্চেন্ট, রেস্টুরেন্ট ব্যবসায়ী, সঙ্গীতাঙ্গন এবং ব্যাংকারদের বিশাল একটি সিন্ডিকেট রয়েছে। পুলিশ ইতোমধ্যে ৩-৪ জনকে শনাক্ত করেছে। বাকীদের ব্যাপরে যাচাই-বাছাই করা হচ্ছে।

তবে এটিএম জালিয়াতিতে কোনো পুলিশ সদস্যের জড়িত নয় বলে জানিয়েছে মনিরুল ইসলাম।

ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, থমাস পিটার জার্মান নাগরিক সেটি আমরা নিশ্চিত হয়েছি। সে জাল পাসপোর্ট ব্যবহার করতো।

এর আগে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির ঘটনায় থমাস পিটারসহ সিটি ব্যাংকের ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ জাতীয় আরও খবর

  • আগামী ৬ জানুয়ারি নিজামীর আপিলের রায়আগামী ৬ জানুয়ারি নিজামীর আপিলের রায়
  • প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানার অপেক্ষায়প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানার অপেক্ষায়
  • শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ(ভিডিও)শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ(ভিডিও)
  • আফগানদের গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশেরআফগানদের গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের
  • ২০০০ যাত্রী নিয়ে লঞ্চ আটকা মেঘনায়২০০০ যাত্রী নিয়ে লঞ্চ আটকা মেঘনায়
  • শাহজালাল বিমানবন্দরে আগুনশাহজালাল বিমানবন্দরে আগুন
  • ‘রিজার্ভ চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ আপাতত নয়’‘রিজার্ভ চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ আপাতত নয়’
  • গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ : সবাইকে সতর্কবার্তাগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ : সবাইকে সতর্কবার্তা
  • মনোনয়নপত্র বাতিল কাদের সিদ্দিকীর, হরতাল প্রত্যাহার
  • শনিবার থেকে রেলের অগ্রিম টিকেটশনিবার থেকে রেলের অগ্রিম টিকেট
  • জামায়াত করতে পারবে না পৌর ও ইউপি নির্বাচনজামায়াত করতে পারবে না পৌর ও ইউপি নির্বাচন
  • ভোর হলেই ঈদ, প্রস্তুত সারাদেশভোর হলেই ঈদ, প্রস্তুত সারাদেশ