g সন্তগৌরীয় মঠের পুরোহিত হত্যার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

সন্তগৌরীয় মঠের পুরোহিত হত্যার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

B.baria Human Chain Picস্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : পঞ্চগড়ের সন্তগৌরীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সঞ্জিব সাহা বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব রিপন বণিক, রতন লাল সাহা, নয়ন রায়, কাজল বণিক, পাপ্পু সাহা প্রমুখ।
বক্তারা পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার করতোয়া সেতুর পশ্চিম পাশের সন্তগৌরীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করেন দুর্বৃত্তরা।এ ঘটনায় গোপাল চন্দ্র রায় নামে মঠের আরেক পুরোহিত গুলিবিদ্ধ হন।

এ জাতীয় আরও খবর