যেভাবে বুঝবেন, কোন মেয়ে আপনার প্রেমে পড়েছে
---
১) কথা বলবে কী! আপনার সামনে বসে উসখুস উসখুস করেই চলেছে। হাতের ফোন বা ব্যাগটা নিয়ে সমানে খুঁট খুঁট চলছেই। এটা কিন্তু ভালো লক্ষ্মণ। তিনি বুঝিয়ে দিচ্ছেন, আপনার উপস্থিতিতে তিনি নার্ভাস।
২) চোখে চোখ রেখে বহুক্ষণ ধরে কথা বলেই চলেছেন। শুধু কথাই বলছেন না, মাঝে মাঝে হাসছেন। বুঝে নিন, তিনি আপনাতে মজেছেন!
৩) কথা বলতে বলতে যদি তিনি আপনার ঠোঁটের দিকে তাকান। বা নিজেই হয়তো হেসে বা লিপস্টিক ঠিক করার অছিলায় বারবার তাঁর ঠোঁটের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। ব্যস, বুঝে নিন! কেল্লা ফতে!
৪) আপনার সঙ্গে কথা বলতে বলতে তিনি যদি একদিকে মাথা হেলিয়ে রাখেন। চুল সরিয়ে উন্মুক্ত রাখেন তাঁর একদিকের ঘাড়। এর চেয়ে বড় ইঙ্গিত আর কিছু হয় না!
৫) হাত ধরে হাঁটা নয়। রাস্তায় হাঁটতে হাঁটতে হাতে হাতে বা কবজিতে কবজিতে আলতো ছোঁয়া। বুঝিয়ে দেবে, তিনি কী চাইছেন!
৬) যদি তিনি আপনার খুব কাছে এসে কথা বলেন। আর রোজই যেন সেই দূরত্বটা কমছে! তাহলে চোখ বন্ধ করে এগিয়ে যান তাঁর দিকে।
একটু বুদ্ধি খাটান, আবেগপ্রবণ স্বামীকে সামলান!
ঝগড়া করার পর এই ৬টি কাজ নয়
উপকূলে শরণার্থীদের আটক করতে পারবে অস্ট্রেলিয়া
নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের নেপথ্যে যারা
মেয়েরা মেয়েদের যে ক্ষতিগুলো করে !
ঘরোয়া উপায়ে হেয়ার মাস্ক তৈরি করার টিপস
ভোট পুনর্গণনা: উৎসাহী হয়ে উঠেছেন হিলারি
প্রথম ডেটে যাচ্ছেন? তাহলে মেকআপের এই টিপসগুলো আপনার জন্য
৯৬ ভাগ সৌদি মেয়ে নিজের পছন্দে পালিয়ে বিয়ে করে