g ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের কর্মবিরতী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের কর্মবিরতী

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

B Baria map mainব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ পদবী পরিবর্তন ও বেতন-ভাতাসহ ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ২ দিনব্যাপী কর্মবিরতীর আজ শেষ দিন পালন করছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। কর্মসূচীর অংশ হিসেবে সোমাবার সকালে ইউনিয়ন পরিষদের সচিবরা জেলা প্রশাসকরে কার্যালয়ের চত্বরে এ কর্মবিরতী পালন করে। এ সময় জেলা বাপসা’র সভাপতি আব্দুল নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাপসা কেন্দ্রীয় কমিটি’র অর্থ সম্পাদক কাজী তাজউদ্দিন, জেলা বাপসা’র সাধারন সম্পাদক হাসান ভূইয়া, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য মোঃ মহিবুর রহমান প্রমূখ। বক্তারা অবিলম্বে তাদের ৩ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি দাবী জানান।

এ জাতীয় আরও খবর