বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলার বিকৃত উচ্চারণ পরিহার করা উচিত : প্রধানমন্ত্রী

pm_sheikh_hasina_press1_4853নিজস্ব প্রতিবেদক : বাংলার বিকৃত উচ্চারণ পরিহার করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, অঞ্চলভেদে বাংলা ভাষার যে তারতম্য দেখা যায় সেটা স্বাভাবিক। কিন্তু অনেকে ক্ষেত্রে ভিনদেশী উচ্চরণে বাংলা বলতে শোনা যায়, যা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘এখন একটা কালচার দেখা যাচ্ছে… বাংলাকে বিকৃত করে ইংরেজির মতো বলতে পারাটাকে মনে করে যেন গৌরবের বিষয়। ভাষার এ বিকৃতিটা যেন না হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট ছোট বাচ্চাদের ইংরেজি মিডিয়ামে না পড়ালে এখন যেন ইজ্জতই থাকে না। কয়টা ছেলেমেয়ে ইংরেজি মিডিয়ামে পড়ে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে? তেমন কিন্তু খুব বেশি দেখা যায় না।’

মাতৃভাষার জন্য বাঙালির সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, কেবল বাংলা ভাষাই নয়, বিশ্বের অন্যান্য মাতৃভাষা সংরক্ষণেও বাংলাদেশকে কাজ করতে হবে।

এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে সহযোগী সংগঠন হিসেবে ঘোষণা করায় ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email