সোমবার, ২৫শে ডিসেম্বর, ২০১৭ ইং ১১ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

ইতালির ওসটানায় ২৮ বছর পর শিশুর জন্ম

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৯, ২০১৬

---

ostana_italy_600x400_samakal_bbc_189495গত ২৮ বছরের মধ্যে প্রথম একটি শিশু জন্ম নিয়েছে উত্তর ইতালির এক শহরে। পাবলো নামের ওই শিশুর জন্মের পর শহরের জনসংখ্যা একজন বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। দেশটির একটি সংবাদপত্রকে উদ্ধৃত করে বিবিসি মনিটরিং জানিয়েছে, পাহাড়ি শহর ওসটানা ১৯৮০ সালের পর এই প্রথম এক নবজাতকের মুখ দেখল। গত একশো বছর ধরেই ওসটানা শহরের জনসংখ্যা কমছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সব ছোট শহরেই এই একই গল্প শোনা যাবে। তরুণরা কাজের সন্ধানে ছোট শহর ছেড়ে পাড়ি জমাচ্ছে বড় শহরে। ফলে জনশূন্য হয়ে পড়ছে ছোট ছোট শহরগুলো।

ওসটানার মেয়র গিয়াকোমো লোমবার্ডো জানান, গত শতকের শুরুতে শহরের জনসংখ্যা ছিল প্রায় এক হাজার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শহরের জনসংখ্যা কমতে থাকে। ইতালির ‘লা স্টাম্পা’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মেয়র বলেন, ‘১৯৭৫ সাল থেকে শহরের জনসংখ্যা দ্রুত কমতে থাকে। ১৯৭৬ থেকে ১৯৮৭ সালের মধ্যে শহরে জন্ম নেয় মাত্র ১৭টি শিশু। পাবলোর আগে সেই শেষ কোন শিশুর জন্ম দেখেছে ওসটানা।’

বিবিসি মনিটরিংয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাবলোর বাবা জোসে ও মা সিলভিয়াও শহরটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু কাছাকাছি জায়গায় একটা কাজের প্রস্তাব পাওয়ার পর তারা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে শহরের জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন মেয়র।

এ জাতীয় আরও খবর

  • রেস-থ্রিতে কেমন হবে জ্যাকলিনের চরিত্ররেস-থ্রিতে কেমন হবে জ্যাকলিনের চরিত্র
  • নো বলের বিজ্ঞাপনে পুলিশের উপর ক্ষুব্ধ বুমরানো বলের বিজ্ঞাপনে পুলিশের উপর ক্ষুব্ধ বুমরা
  • নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুনবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
  • সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছেন মারিয়া শারাপোভাসাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছেন মারিয়া শারাপোভা
  • সালমান-ক্যাটরিনা ভক্তদের জন্য সুখবর!সালমান-ক্যাটরিনা ভক্তদের জন্য সুখবর!
  • মক্কায় হোটেলে আগুন, সরিয়ে নেয়া হলো ১,৫০০ হজযাত্রীকেমক্কায় হোটেলে আগুন, সরিয়ে নেয়া হলো ১,৫০০ হজযাত্রীকে
  • করনের সিনেমাতেই সাইফ কন্যার অভিষেককরনের সিনেমাতেই সাইফ কন্যার অভিষেক
  • অাগামীকাল ইউজিসি অ্যাওয়ার্ড তুলে দেবেন রাষ্ট্রপতিঅাগামীকাল ইউজিসি অ্যাওয়ার্ড তুলে দেবেন রাষ্ট্রপতি
  • জমজমের পানির রহস্য আবিষ্কার জাপানি বিজ্ঞানীর!জমজমের পানির রহস্য আবিষ্কার জাপানি বিজ্ঞানীর!
  • নিঃসঙ্গ ফিরোজা ভবন , নেই কেউ খালেদার বাড়িতেনিঃসঙ্গ ফিরোজা ভবন , নেই কেউ খালেদার বাড়িতে
  • বৃষ্টির আগে মাসাকাদজার দারুণ সেঞ্চুরিবৃষ্টির আগে মাসাকাদজার দারুণ সেঞ্চুরি
  • হামলার নিকটেই ছিলেন প্রিয়াঙ্কাহামলার নিকটেই ছিলেন প্রিয়াঙ্কা