g ৯ ঘন্টা পর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ৩১শে অক্টোবর, ২০১৭ ইং ১৬ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

৯ ঘন্টা পর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৬

---

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : প্রায় ৯ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার এস.এম মহিদুর রহমান জানান, সন্ধ্যা ৭টা থেকে বিকল্প ব্যবস্থায় জেনারেটরের মাধ্যমে এবং ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামত শেষে পুনরায় ট্রেন চালাচল স্বাভাবিক করা হয়েছে। সন্ধ্যায় ঢাকাগামী আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ও চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাজারো বিক্ষুব্দ মাদ্রাসা ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে স্টেশনের এক নম্বরtrain-12-md20150217185948_90275 প্লাটফরম, টিকিট কাউন্টার, স্টেশন মাস্টারের কক্ষ, প্যানেল বোর্ড, টেলিফোন, আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে এবং রেললাইন উপড়ে ফেলে অবরোধ সৃষ্টি করে। এ ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর