রবিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৩০শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

এবার বড় ভূমিকম্প আসছে !

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৭, ২০১৬

ডেস্ক রিপোর্ট : হিমালয় অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

1452083553
বিশেষজ্ঞরা জানিয়েছে, সোমবার ভারতের মনিপুরে ৬.৯ মাত্রার যে ভূমিকম্প আঘাত হেনেছে, এতে করে ভবিষ্যতে এ অঞ্চলে তার চেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানবে। এর শক্তি রিখটার স্কেলে ৮ দশমিক ২ বা তার চেয়েও বেশি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালের মে মাসে নেপালে ৭ দশমিক ৩ ও সিকিমে ২০১১ সালে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। ফলে এই অঞ্চলের টেকটোনিক প্লেটে ফাটল সৃষ্টি হয়েছে। এতে এই অঞ্চলে ভবিষ্যতে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনিস্টিটিউট (এনআইডিএম)- এর পরিচালক সন্তোষ কুমার জানান, নেপাল, ভুটান, মিয়ানমার এবং ভারতের আন্তঃসংযোগ প্লেটগুলি ভয়াবাহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে।

এ জাতীয় আরও খবর