g এবার ভারতে বেসরকারি সংস্থায়ও মাতৃত্বকালীন ছুটি বাড়ল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৮শে অক্টোবর, ২০১৭ ইং ১৩ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

এবার ভারতে বেসরকারি সংস্থায়ও মাতৃত্বকালীন ছুটি বাড়ল

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ৩০, ২০১৫

---

সোমবার একটি বিবৃতিতে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছেন, তাঁরা শ্রম মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন যাতে প্রাইভেট সংস্থায় মাতৃত্বের ছুটি তিন মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়। শিশুর জন্মের পর যেহেতু ৬ মাস পর্যন্ত স্তন্যপান অত্যাবশ্যক, সেই কথা মাথায় রেখেই এই আবেদন করা হয়েছিল বলে জানিয়েছেন মানেকা গান্ধী। সেই প্রস্তাব পাশ করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়। তারা মাতৃত্বের ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে করেছে ২৬ সপ্তাহ, অর্থাত্‍‌ সাড়ে ছ'মাস। 00204011এই সুবিধা পাবেন প্রত্যেক বেসরকারি সংস্থায় কর্মরত নারীরা।
তবে ভবিষ্যতে এই ছুটির মেয়াদ বাড়িয়ে ৮ মাস করার আবদনও রাখা হতে পারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়ের সামনে। এক্ষেত্রেও এই ৮ মাসে সবেতন ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা যাতে বেসরকারি সংস্থার নারী কর্মচারীরা পান সেদিকও নিশ্চিত করা হবে বলেই জানিয়েছেন মানেকা গান্ধী।
যদিও নারীদের জন্যে এ নিঃসন্দেহে সুখবর, তবু বেশ কয়েকটি শ্রমিক সংগঠন সন্দেহ প্রকাশ করে বলেছে, এতদিনের ছুটিতে থাকলে বেসরকারি সংস্থায় ক্ষতিগ্রস্ত হতে পারে সেই নারীর কেরিয়ার গ্রাফ।

 

এ জাতীয় আরও খবর