কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক : প্রার্থীদের অবাধে অংশ নিতে না দেওয়ার অভিযোগ
---
নিউজ ডেস্ক : পৌর নির্বাচনে সরকার বিএনপি প্রার্থীদের অবাধে অংশ নিতে দিচ্ছে না বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা।
বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের এ কথা জানান।
ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, আসন্ন পৌর নির্বাচনের সার্বিক চিত্র তাদের সামনে তুলে ধরেছি। ভোটের প্রচারে সরকারি দলের আচরণবিধি ভঙ্গ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছি।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত জেবা আহমেদ খান, পাকিস্তান, তুর্কি, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির ডেপুটি রাষ্ট্রদূত, আমেরিকা, ইউকে, জাপান, ভারত, নেপাল, সুইডেনের পলিটিক্যাল সেক্রেটারিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবি উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, আসাদুজ্জামান রিপন, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।







ভারতে গিয়ে অন্যরকম ইংল্যান্ড
জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষেধ ২৩-২৫ মার্চ
রাশিয়া সফরে এরদোয়ান
আইটেম গানে নিপুন
যে ৭ টি ভুলে শত চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না আপনি!
লিবিয়া উপকূলে নৌডুবিতে নিহত প্রায় ২৪০
এক দুঃখী রাজপুত্র
অবশেষে ভারতে যাচ্ছে পাকিস্তান
পৃথিবীতে একজনের সঙ্গে অন্যের দূরত্ব মাত্র ৩.৫৭ ডিগ্রি : ফেসবুক
প্রেম করব তোমার সাথে
ছেলেমেয়েদের বিঘ্ন ঘটাবেন না: শিক্ষামন্ত্রী