সোমবার, ২৫শে ডিসেম্বর, ২০১৭ ইং ১১ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

মুক্তির আগেই শাহরুখ-কাজলের ছবি হিট

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১৯, ২০১৫

---

শাহরুখ-কাজল জুটি মানেই ছবি হিট। এই ধারণাকেই রোহিত শেট্টি ব্যবহার করেছেন তাঁর নতুন ছবি ‘দিলওয়ালে’–র ক্ষেত্রে। কিন্তু সে তো বিপণন কৌশল। আখেরে দর্শকের ‘দিল’ ভরাতে পারবে কি শাহরুখ-কাজল জুটির নতুন ছবি ‘দিলওয়ালে’?

১৯৯৫-এর ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল যশ চোপড়ার প্রযোজনায় এবং আদিত্য চোপড়ার পরিচালনায় শাহরুখ-কাজল জুটির ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। গত বছরের ডিসেম্বরে ২০ বছর পূর্ণ করে এই ছবি। টানা এক হাজারেরও বেশি সপ্তাহ ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে এই ছবি। এমন কোনও দিন ছিল না, যেদিন সিনেমা হলে এই ছবির প্রদর্শনে দর্শকের ভিড় ছিল না। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব। ১৯৯৬–তে রাজ-সিমরানের এই প্রেম কাহিনী পেয়েছিল সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীসহ মোট দশটি ফিল্মফেয়ার পুরস্কার। এটাই প্রথম ভারতীয় ছবি যার নির্মাণ প্রায় ৩০ মিনিট ধরে দেখানো হয়েছিল দূরদর্শনে। ৪ কোটি টাকার এই ছবি ব্যবসা করেছিল ২০ কোটি টাকার। কী বলা যাবে একে? শাহরুখ-কাজল জুটির ম্যাজিক? হয়ত তাই। এই যে শাহরুখ-কাজল জুটিটাই হিন্দি সিনেমার ক্ষেত্রে একটা মিথ হয়ে উঠল, তার পেছনে এই ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’–র অবদান কম নয়।
অবশ্য শুধু এটাই নয়। শাহরুখ এবং কাজল একসঙ্গে অভিনয় করেছেন ১১টি ছবিতে। প্রথম ছবি ১৯৯৩–তে মুক্তি পাওয়া ‘বাজিগর’। এই ছবি লাভ করেছিল সাত কোটি পঁচাত্তর লক্ষ টাকা। ১৯৯৫–তে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ লাভ করেছিল ৩২ কোটি ১৫ লক্ষ টাকা। ১৯৯৮–তে মুক্তি পাওয়া ‘ডুপ্লিকেট’ আয় করেছিল ৯ কোটি ২৫ লক্ষ টাকা। একমাত্র এই ছবিটিই হিট নয় শাহরুখ-কাজল জুটির। তবে খরচ উঠে গিয়েছিল এই ছবির। ১৯৯৮–তে মুক্তি পাওয়া ‘কুছ কুছ হোতা হ্যায়’ ব্যবসা করেছিল ৪৫ কোটি ২৫ লক্ষ টাকার। ২০০১-এ মুক্তি পাওয়া ‘কভি খুশি কভি গম’ ব্যবসা করেছিল ৪৭ কোটি টাকার। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত তিনটি ছবিতে শাহরুখ আর কাজলকে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’ এবং ‘রব নে বনা দে জোড়ি’। তবে শাহরুখের নায়িকা নন, কাজল ছিলেন অতিথি শিল্পীর ভূমিকায়। তবে সুপারহিট হয়েছিল এই তিনটি ছবিই। ২০১০-এ আবার ফিরে আসে শাহরুখ-কাজল জুটি ‘মাই নেম ইজ খান’ ছবিতে। এই ছবি ব্যবসা করেছিল ৭২ কোটি ৭৫ লক্ষ টাকার। এর থেকেই ধারণা শাহরুখ আছেন, কাজল আছেন অথচ সেই ছবি ফ্লপ করবে, হতেই পারে না।
এই ধারণাকেই হাতিয়ার করতে চেয়েছেন পরিচালক রোহিত শেট্টি। কম পরিশ্রম করতে হয়নি তাঁকে। শাহরুখ এবং কাজলের দীর্ঘ ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হয়েছে তাঁকে। আর তার ফলেই পাঁচ বছর পর আবার সিনেমায় ফেরত এল এই হিট জুটি। আজই মুক্তি পাচ্ছে ‘দিলওয়ালে’। জুটি মানেই হিট—সেই ধারণায় ছবির পরিবেশন সত্ত্বেও বিক্রি হয়েছে বেশ চড়া দামেই। ফলে মুক্তির আগেই বক্স অফিস হিসেবে বেশ সফল ‘দিলওয়ালে’। কিন্তু সে তো বিপণন কৌশল ছাড়া আর কিছুই নয়। যে কোনও ছবির আসল সাফল্য তো লুকিয়ে আছে দর্শকের হৃদয়ে। কাজেই কে বেশি ‘দিল’ ভরাতে পারল দর্শকের সেই জিজ্ঞাসা তো থাকলই।

এ জাতীয় আরও খবর

  • লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ডে ভূষিত ইউজিসি চেয়ারম্যানলাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ডে ভূষিত ইউজিসি চেয়ারম্যান
  • ৫ হাজার মাইল সাঁতরে জীবনদাতার কাছে বার বার ফিরে আসে এই পেঙ্গুইন৫ হাজার মাইল সাঁতরে জীবনদাতার কাছে বার বার ফিরে আসে এই পেঙ্গুইন
  • চাঁদের মাটিতে প্রথম পা দিয়ে নীল আর্মস্ট্রং বলেছিলেন ‘উই ডিড ইট’চাঁদের মাটিতে প্রথম পা দিয়ে নীল আর্মস্ট্রং বলেছিলেন ‘উই ডিড ইট’
  • রাজনীতি ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করতে হবে তরুণ সমাজকেরাজনীতি ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করতে হবে তরুণ সমাজকে
  • ফ্যাট থেকে যেভাবে ফিট আমির (ভিডিও)ফ্যাট থেকে যেভাবে ফিট আমির (ভিডিও)
  • কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষেই রায় পার্লামেন্টেরদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষেই রায় পার্লামেন্টের
  • মাদকের জন্য মেয়েকে বিলিয়ে দিতেন মা!মাদকের জন্য মেয়েকে বিলিয়ে দিতেন মা!
  • জুতো পরে যজ্ঞে! নয়া বিতর্কে শুভশ্রীজুতো পরে যজ্ঞে! নয়া বিতর্কে শুভশ্রী
  • ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বগ্রহণব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ
  • প্রতি এক কাপে কমবে এক ইঞ্চি পেট!প্রতি এক কাপে কমবে এক ইঞ্চি পেট!
  • সরাইলে কুখ্যাত অটোরিকশা ছিনতাইকারী গোয়াছ গ্রেপ্তারসরাইলে কুখ্যাত অটোরিকশা ছিনতাইকারী গোয়াছ গ্রেপ্তার