তিতাস নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
আরও : তবে কি অভিনয় দিয়ে মন জয় করেছেন অধরা?
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে অজ্ঞাত-পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালাইনগর গ্রাম সংলগ্ন নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি, শার্ট ও কমলা রঙের জ্যাকেট ছিল। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, মৃতদেহ দেখে মনে হচ্ছে কয়েক দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরও খবর

কোরআন অনুবাদকারীকে নির্যাতন করে মেরেই ফেললো চীন!

‘বুম বুম’ শাকিব-বুবলী (ভিডিও)

বিটিভিতে এবারে বৈচিত্রময় ঈদ আনন্দমেলা

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ইরানের পাশে রাশিয়া-চীন
