প্যারিসে হামলা মানবতা বিরোধী : ওবামা
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৪, ২০১৫
---
প্যারিস হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ফরাসি সরকারকে এ বিপদে সবধরনের সহাযোগিতারও প্রস্তাব দিয়েছেন।
শুক্রবার রাতে হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সাধারণ মানুষের বিরুদ্ধে কাপুরুষের মত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তিনি একে সকল মানবতার বিরুদ্ধে হামলা বলেও উল্লেখ করেছেন। পাশাপাশি এই দুর্দিনে ফ্রান্সের সরকার ও জনগণের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।
তার ভাষায়, যুক্তরাষ্ট্র ফরাসি সরকার ও জনগণের পাশে আছে এবং তাদের প্রয়োজনে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। এছাড়া তিনি হামলাকারী সন্ত্রাসীদের যে কোনো স্থান থেকে খুঁজে বের করে বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেছেন।







ঢাকা মেডিকেল থেকে কারাগারে মান্না
সাংবাদিক ও আ. লীগ নেতা নজির সীমান্ত ইয়াবাসহ আটক
মিউজিক ভিডিওতে সুজাতা
বাবার বায়োপিক নিয়ে মুখ খুললেন শচীন কন্যা
স্টুডেন্ট ভিসায় সংস্কারসহ অভিবাসীদের কড়াকড়ি আসন্ন
তাকেই সন্তানের পিতা হিসেবে দেখতে চাই, যাকে আমি ভালোবাসি
‘নিজেই ফিল্ডিং সাজান মুস্তাফিজ’
জুমার খুতবা ও বয়ান নজরদারির নামে খতীবদের কণ্ঠ স্তব্ধ করার পায়তারা করা হচ্ছে: খেলাফত
কসবায় অটোরিক্সা মালিক চোরাকারবারির হাতে খুন, গ্রেপ্তার-২
মোবাইলের সর্বনাশ করছে ফেসবুক!