বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

জাতীয় পতাকার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় : প্রধানমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১২, ২০১৫

জাতীয় পতাকার মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সব সময় যেন পতাকা সমুন্নত থাকে- এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বগুড়া সেনানিবাসে ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দেওয়ার অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা প্রদান করেন।pm (13) এ সময় তিনি বলেন, আমাদের জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে হবে। কখনো যেন এই পতাকার মর্যদা ক্ষুণ্ণ না হয়, সব সময় শক্ত ও সমুন্নত থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর আগে, এদিন সকাল সোয়া ১০টায় একদিনের সরকারি সফরে বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি দুই মেয়াদে প্রধানমন্ত্রী হবার পর এটিই তার প্রথম সফর। এ ছাড়াও দুপুর আড়াইটায় তিনি স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে বিকেল সোয়া ৪টায় তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বগুড়া শহরকে। বিশেষ করে মাঝিড়া সেনানিবাস থেকে আলতাফুন্নেছা খেলার মাঠ পর্যন্ত সড়কপথে প্রধানমন্ত্রীর যাতায়াতের রাস্তাকে সর্বোচ্চ নিরাপদ রাখতে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।