g কেঁদে ওঠায় শিশুকে হত্যা করল আরেক শিশু! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৯শে নভেম্বর, ২০১৭ ইং ৫ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

কেঁদে ওঠায় শিশুকে হত্যা করল আরেক শিশু!

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১২, ২০১৫

---

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের মেয়েশিশুকে রেখে একটি নাইটক্লাবে গিয়েছিলেন মা। বিষয়টি টের পাওয়ার পর শিশুটির কান্না কোনোভাবেই থামছিল না। এতে ভীষণ চটে যায় আট বছর বয়সী এক ছেলেশিশু। কান্না থামাতে মেয়েশিশুটিকে মারধর করে হত্যা করে সে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহ্যামের।


সিএনএনের খবরে বলা হয়, বার্মিংহ্যাম পুলিশের এক বিবৃতিতে শিশু হত্যার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ছোট্ট কেলসি লুইস মাথায় গুরুতর আঘাত পায়। তার শরীরের ভেতরকার অঙ্গ-প্রত্যঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তার মৃত্যু হয়।

বার্মিংহ্যাম পুলিশ বিভাগের কর্মকর্তা শন এডওয়ার্ডস বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে, এক বছরের শিশুটি কান্না থামাতে না চাইলে আট বছর বয়সী শিশুটি তার ওপর চরম ক্ষিপ্ত হয়। এ থেকে ধারণা করা যায়, আট বছরের শিশুটি কান্না থামানোর উপায় হিসেবে সহিংস কোনো কাজ করে।’


বার্মিংহ্যাম পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, মেয়েশিশুর মা কেটেরা লুইস (২৬) তাঁর এক রুমমেটকে নিয়ে গত ১০ অক্টোবর রাত ১১টার দিকে একটি নাইটক্লাবে যায়। ওই সময় রুমমেটের পাঁচ শিশুর কাছে তাঁর মেয়েশিশুটি রেখে যান। এই শিশুদের একজনই মেয়েটিকে হত্যা করে। হত্যার পর মেয়েটিকে দোলনায় রেখে দেয় সে।

এ জাতীয় আরও খবর

  • গর্ভাবস্থায় মানসিক চাপ কমাবেন যেভাবে
  • ইয়েমেনে ড্রোন হামলায় সন্দেহভাজন ৫ আল-কায়েদা জঙ্গি নিহত
  • সাড়ে তিন হাজার কোটি টাকা দিয়ে মেসিকে কিনতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি!
  • ‘অযোগ্য’ বলে অপমান করতেন অমৃতা, বিস্ফোরক সইফ
  • ভারত-পাকিস্তান সম্ভাব্য একাদশ
  • ওভেন ছাড়াই গ্যাসের চুলায় তৈরি করুন দারুণ সুস্বাদু ‘ইতালিয়ান চীজ পিৎজা’ (ভিডিও)
  • টিভি-রেডিওতে গর্ভনিরোধকের বিজ্ঞাপন নয়
  • পুলিশসহ আহত ৬,  ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে অভিযানে 
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ছিনতাইকারি গ্রেপ্তার
  • বাংলাদেশের লাকি ভেন্যু জহুর আহমেদ স্টেডিয়াম (ভিডিও)
  • নাসিরনগরে ৫ম শ্রেণীর ছাত্র জীবন দেবনাথ দুই মাস ধরে নিখোঁজ
  • ভাগ্য পরিবর্তনে টাক মাথার লোকদের হত্যা