প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী
---
চলতি মাসের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরে যেতে পারেন। নেদারল্যান্ডস সফর শেষে শুক্রবার সরকার প্রধান ঢাকায় ফেরার পরপরই তার পরবর্তী প্যারিস সফরের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা মানবজমিনকে জানিয়েছেন, আগামী ১৬ই নভেম্বর প্যারিসে ইউনেস্কো বৈশ্বিক ‘লিডারস ফোরাম’ আয়োজন করছে। ওই সম্মেলনে যোগদানের বিষয়ে প্রধানমন্ত্রীর তরফে ইতিবাচক বার্তা মিলেছে। তার গ্রিন সিগন্যালের পরপরই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে।
প্যারিসে বাংলাদেশ মিশন রয়েছে। সেখানকার কর্মকর্তারা কাজ করছেন। তাদের সঙ্গে ঢাকার একটি এডভান্স টিম যুক্ত হবে শিগগিরই। চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর আরও দু’টি সফরের সিডিউল রয়েছে। ২৭শে নভেম্বর মাল্টায় কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন এবং ৩০শে নভেম্বর প্যারিসে বিশ্ব জলবাযু সম্মেলন (কপ-২১)-এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী প্যারিসের লিডারস ফোরামে অংশ নিলে এ মাসের শেষে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে তার যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তবে মাল্টা সফরের বিষয়ে এখনও প্রধানমন্ত্রীর দপ্তর ‘ইতিবাচক’ রয়েছে বলে জানা গেছে।