২শ’রও বেশি আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত
---
দুইশো’রও বেশি আরোহী নিয়ে মিসরের সিনাই উপত্যকায় একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এরইমধ্যে বিমানটির ধ্বংসাবশেষেরও সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিসরের শারম আল-শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরপরই এ-৩২১ মডেলের বিমানটি সিনাই উপত্যকার মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়।
পশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়াভিত্তিক রুশ এয়ারলাইন কোগালিমাভিয়ার অধীনে ছিল এটি। এরইমধ্যে ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।
সর্বশেষ খবর অনুযায়ী, বিমানটিতে ২১৭ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, বিমানের যাত্রীদের বেশিরভাগই রাশিয়ার পর্যটক।
শুরুতে বিমানটির পরিণতি কী হয়েছে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কেউ কেউ বলছিলেন, বিমানটি সাইপ্রাসের উপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়েছে। তবে পরে মিশরের প্রধানমন্ত্রী শরীফ ইসমাইলের কার্যালয়ের তরফে দেয়া এক বিবৃতিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়।