মুন্সীগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড়, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত ৯ টার দিকে টেকনাফের হ্নীলা লেদা এলাকা অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, নাফনদী দিয়ে ইয়াবা চালান টেকনাফে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা সদর বিওপির জওয়ানরা হ্নীলা লেদা এলাকার অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নাফনদীর পাশের প্যারাবনে ঢুকে পড়ে। পরে একটি ব্যগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
আরও : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের
মুন্সীগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ
মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড ও শুল্ক বিভাগের গোয়ান্দারা। মঙ্গলবার ভোর ৪টার দিকে আটক এসব অবৈধ মালামালের বিষয়ে নিশ্চিত হয়েছেন যৌথ অভিযান পরিচালনাকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটের সামনে এসব অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়। চোরাচালাকারীরা সাতক্ষীরা থেকে এসব মালামাল বিভিন্ন উপায়ে পরিবহন করে শিমুলিয়া ঘাটে নিয়ে আসে। সোমবার বিআইডব্লিউটিএ'র অফিসের সামনে একটি পিকঅ্যাপে উঠানোর সময় কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফট্যানেন্ট হাসানুর রহমান ও শুল্ক বিভাগের উপ পরিচালক মো. কামরুজ্জামানের নেতৃত্বে এক যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
তবে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ মালামালেল মধ্যে ৫ হাজার ভারতীয় শাড়ি, ১৯৮টি থ্রি-পিচ ও ২ হাজার ৭৬০ কেজি বিভিন্ন ধরনের থান কাপড় রয়েছে।
কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার হাসানুর রহমান সমকালকে বলেন, 'মঙ্গলবার ভোর ৪টার দিকে মালামালগুলোর বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া গেছে। অবৈধ এসব মালামালের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় আনা হচ্ছিল। জব্দ করা মালামালের বাজারমূল্য আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা।'
এ জাতীয় আরও খবর

মিথ্যা তথ্য দিয়ে বিক্রি হয় রুহ আফজা,প্রতারণার কারণে মামলা(ভিডিও)

আড়াইহাজারে গাঁজাসহ আটক ১

বাইরে অভিযান তাই জেলকেই নিরাপদ ভাবছে তারা
